ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ‘যুদ্ধে’ জড়িয়ে গেলেন এনামুল হক বিজয়। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নিলামের আগে রেডফ্ল্যাগে থাকা ক্রিকেটারদের তালিকায় নাম ওঠার পরই মূলত এ যুদ্ধের শুরু। বোর্ডের সঙ্গে এখন তিনি লড়ছেন আইনি পথে। গতকাল মিরপুরে বিসিবি’র কার্যালয়ে সাংবাদিকদের বিজয় বলেন, ‘বিসিবিতে আমি একটা আইনি নোটিশ পাঠিয়েছি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি ও উপদেষ্টা বরাবর পাঠিয়েছি। এটা জমা দিতেই বিসিবিতে আসা। বিসিবি সেটা গ্রহণ করেছে।’
বিজয়, সাঞ্জামুল ইসলাম, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামানদের নাম রেড ফ্ল্যাগের তালিকাভুক্ত থাকায় ২০২৬ বিপিএলের নিলাম থেকে উঠিয়ে নেয়া হয়েছে। অভিযুক্ত ৯ ক্রিকেটার ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নিলামের তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এবং তাদের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। রিটকারীদের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (সিনিয়র এডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে ব্যারিস্টার মাহিন এম রহমান (এডভোকেট, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ)’র বক্তব্য শোনা হয়। পরে আদেশে বিচারপতি সিকদার মাহমুদুর রাযী এবং বিচারপতি রাযিউদ্দিন আহমেদের ডিভিশন বেঞ্চ রিট পিটিশনগুলো সারসংক্ষেপে খারিজ করে দেন। রিট খারিজের পর বিজয় স্বাভাবিকভাবেই হতাশ। গতকাল সকাল থেকে বিসিবিতে ছুটোছুটির পর তিনি সংবাদকর্মীদের বলেন, ‘কেউ নেই। কারও সঙ্গে কথা হয়নি।’ তবে আইনি লড়াইয়ে তিনি অবিচল থাকার ইঙ্গিত দিয়েছেন। নিজেকে নির্দোষ দাবি করে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট এবং ক্রীড়া উপদেষ্টা বরাবর একটি আইনি চিঠি পাঠিয়েছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার। এ বিষয়ে তিনি বলেন, ‘বিসিবিতে আমি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেই চিঠি পৌঁছে দিতেই আসলে আমার আসা বিসিবিতে। বিসিবি চিঠিটি গ্রহণ করেছে। পরবর্তীতে যে কথোপকথন হবে, তা সংবাদ সম্মেলনে আমার আইনজীবীকে সঙ্গে নিয়ে। আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের সঙ্গে কথা বলবো, অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে যাবো।’
Design and developed by sylhetalltimenews.com