ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল, তা দীর্ঘ সময় বহন করেছেন খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেয়া হয়েছে। এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারা’ বা পথপ্রদর্শক হচ্ছেন তারেক রহমান।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া পরিষদের আয়োজনে ‘মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা পালিয়েছেন, তারা আপস করেছেন। যারা বর্তমানে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদেরও তিনি মন্তব্য শুনেছেন। ওয়ান–ইলেভেনের সময় তাদের বক্তব্য সেই ঘটনাকে সমর্থন করেছিল, তবে তারা ওয়ান–ইলেভেনের সময় সহায়ক ভূমিকা পালন করেছিল।’
‘একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের আপস করেননি এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।’ উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়ার জীবনের বড় অংশ আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে কেটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনের খুব অল্প সময়ই ক্ষমতায় ছিলেন।
‘স্বৈরাচারের সঙ্গে আপস না করে খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করেছেন।’ বলেন বিএনপির এই নেতা।
Design and developed by sylhetalltimenews.com