মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ  নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল। বুধবার বিকাল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানিয়েছেন নেতারা।