বড় একটা প্রজেক্টের জন্য বিরতি প্রয়োজন

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

বড় একটা প্রজেক্টের জন্য বিরতি প্রয়োজন

Manual3 Ad Code

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি অভিনয় ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন তিনি। তিশা বলেন, আমি কখনো বলিনি যে, সিনেমা করলে নাটক করবো না বা ওটিটি করবো না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। যদি সেটা মঞ্চ নাটকও হয় যেটা আমি কখনো করিনি, সেটাও করবো। তিশা আরও বলেন, আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য বিরতি প্রয়োজন ছিল আমার। তাই আমি অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা। সেটা এমন না যে, আমি সাইন করে বসে আছি, তারপর আর করিনি। শাকিবের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক এক্সাইটেড। তবে, আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই। তার কথায়, ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই।