নতুন রূপে বুবলী

প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

নতুন রূপে বুবলী

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: চিত্রনায়িকা বুবলী শুধু সিনেমা আর শাকিব খান ইস্যু ছাড়া নিজের রূপ-লাবণ্য দিয়েও আলোচনায় থাকেন। এবার নতুন লুকে আবির্ভূত হলেন তিনি। নায়িকা নিজেকে ফুটিয়ে তুলেছেন এক রাজকীয় আবহে!
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, অফ-শোল্ডার সাদা ফুলেল টপ আর কালো জমকালো গাউনে; যেন একেবারে হলিউড ডিভার মতো। একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসে আছেন বুবলী; যা আলাদা মাত্রা এনে দেয়। গাড়ির ইন্টেরিওর কালারও যেন মিশে গেছে তার রাজকীয় লুকের সঙ্গে। একদিকে ক্যামেরার দিকে লাস্যময়ী চাহনি, অন্যদিকে স্টিয়ারিংয়ে হাত রেখে এক আত্মবিশ্বাসী ভঙ্গি- সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমা দেখিয়ে দিলেন নায়িকা!
বুবলির নতুন লুকের মূল আকর্ষণ তার পোশাক ও মেকওভার। সাদা ফুলেল নকশা টপের সঙ্গে কালো স্লিম-ফিট গাউন, যা তৈরি করেছে এলিগ্যান্ট কনট্রাস্ট। এছাড়াও মাথায় ভেইলযুক্ত হ্যাট আর কানে মুক্তার দুল যেন তাকে নিয়ে যায় স্টাইলের অনন্য এক মাত্রায়।
ছবির ক্যাপশনে এক বাক্যে নিজের আত্মবিশ্বাস, সাফল্য আর গ্ল্যামার; সবটাই তুলে ধরেছেন বুবলী। লিখেছেন, ‘বসের মতো লড়ো, রাণীর মতো বাঁচো।’

Manual3 Ad Code

 

Manual2 Ad Code