ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আজ সকালে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন ক্যাটরিনা ও তার স্বামী ভিকি কৌশল। তারা তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে এক যৌথ বিবৃতিতে লিখেছেন, আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই। এই পোস্টে বাবা-মা হওয়ার অপার আনন্দ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি-ক্যাটরিনা। এরপর থেকে তাদের প্রেম, দাম্পত্য, ছুটির ছবি, একসঙ্গে উপস্থিতি সব কিছুই বারবার খবরের শিরোনাম হয়েছে। গত সেপ্টেম্বরে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তান আগমনের সুখবরটি জানিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। এরপর থেকেই তাদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই বিশেষ দিনের জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।
Design and developed by sylhetalltimenews.com