মা হলেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

মা হলেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা  কাইফ

Manual4 Ad Code

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আজ সকালে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন ক্যাটরিনা ও তার স্বামী ভিকি কৌশল। তারা তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে এক যৌথ বিবৃতিতে লিখেছেন, আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই। এই পোস্টে বাবা-মা হওয়ার অপার আনন্দ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি-ক্যাটরিনা। এরপর থেকে তাদের প্রেম, দাম্পত্য, ছুটির ছবি, একসঙ্গে উপস্থিতি সব কিছুই বারবার খবরের শিরোনাম হয়েছে। গত সেপ্টেম্বরে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তান আগমনের সুখবরটি জানিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। এরপর থেকেই তাদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই বিশেষ দিনের জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code