ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫
সাংবাদিক :আশরাফুল ইসলাম ইমরান :
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি এক আলোর প্রদীপ। আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি তিনি শুধু একজন আলেম নন, তিনি এক জীবন্ত আদর্শ, যিনি ইসলামের সঠিক পথ মানুষের হৃদয়ে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
তার কণ্ঠে দাওয়াতের আহ্বান শুনলে মনে হয় যেন মমতা ও দৃঢ়তার এক অপূর্ব মিশ্রণ। তাঁর প্রতিটি কথায় থাকে ঈমানের উষ্ণতা, ভালোবাসার সুবাস আর সত্যের দীপ্তি। তিনি আল্লাহ ও রাসুল ﷺ এর ভালোবাসায় মানুষকে আহ্বান করেন এমনভাবে, যা হৃদয় স্পর্শ করে যায়।
এই মহান আলেমের শিক্ষা ও জীবনযাপন আমাদের শেখায়- ইসলাম শুধু জ্ঞান নয়, এটি আচরণ, আদর্শ ও মানবিকতার এক মহা পাঠ। তাঁর চলাফেরায়, বিনয়ী আচরণে এবং স্নিগ্ধ হাসিতে ফুটে ওঠে এক সত্যিকার দ্বীনদারের রূপ।
বর্তমান প্রজন্মের তরুণরা তাঁর দিকনির্দেশনা পেয়ে ইসলামের প্রতি আগ্রহী হচ্ছে, জেগে উঠছে নৈতিকতা ও ঈমানের জোয়ারে। তিনি যেন এক জীবন্ত মশাল, যিনি আলো ছড়াচ্ছেন অগণিত মানুষের জীবনে।
আল্লাহ তায়ালা তাঁর স্বাস্থ্য, আয়ু ও কর্মে বরকত দান করুন। যেন তিনি আরও বহু বছর এই জাতির পথপ্রদর্শক হয়ে থাকেন, আমাদের অন্তর ও সমাজকে ইসলামের আলোয় আলোকিত করে তোলেন।
লিখেছেন: সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান।
Design and developed by sylhetalltimenews.com