অশোক কুমার নাগ একজন প্রতিভাধর ও গুণী নাট্যশিল্পী:ধ্রুব গৌতম

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

অশোক কুমার নাগ একজন প্রতিভাধর ও গুণী  নাট্যশিল্পী:ধ্রুব গৌতম

Manual1 Ad Code

অশোক কুমার নাগ বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। একজন ক্রিকেট তারকা ও প্রতিভাধর নাট্যশিল্পী।

Manual7 Ad Code

সাংস্কৃৃতিক ও সামাজিক পরিমন্ডলে তিনি “কাঞ্চন” নামে সুপরিচিত হলেও চাকুরীক্ষেত্রে তিনি “নাগদা” ও “নাগবাবু” নামে পরিচিত ছিলেন।

কাঞ্চনদার চাকুরীকালীন সময়ে আমি আশুতোষ ভৌমিক বিমল কাকু ও মোকাদ্দেস বাবুল ভাই বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছি।

প্রয়াত নাট্যকার তাসাদ্দুক মানিক ভাইয়ের রচনায় সিলেটের আঞ্চলিক ভাষার টেলিফিল্ম “পাচরবাদ” এ আমরা একসাথে অভিনয় করি।

Manual8 Ad Code

শুনেছি “চ্যানেল এস” নামের টিভি চ্যানেলে, ঈশিতা টেলিফিল্মেও তিনি অভিনয় করেছেন।

Manual2 Ad Code

সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণে ঈশা মিডিয়া, রঙ্গিলা সিলেট প্রোডাকশন হাউজে কাজ করেছেন।

 

Manual8 Ad Code