ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
দীর্ঘদিন পুত্র বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন হাল সময়ের ব্যস্ত চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি তিনি দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। নতুন সিনেমা ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটেও অংশ নিচ্ছেন। এদিকে, মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত তিনটি সিনেমা। এর মধ্যে ‘পিনিক’-এ আদর আজাদের বিপরীতে, ‘সর্দার বাড়ির খেলা’য় রোশানের বিপরীতে এবং ‘শাপলা শালুক’ ছবিতে সজলের বিপরীতে দেখা যাবে তাকে। এদিকে, এবার নতুন মিশনে নামছেন এ নায়িকা। আদর আজাদের সঙ্গে ফের জুটি বাঁধছেন তিনি। এটি হবে তাদের জুটির চতুর্থ ছবি। ছবিটির নাম ‘ঢাকাইয়া দেবদাস’। পরিচালনা করবেন জাহিদ হোসেন। জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে, বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের। এদিকে, নতুন কাজ প্রসঙ্গে বুবলী বলেন, বেশ কিছু ছবির প্রস্তাব আসলে রয়েছে। কিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। অনেকদিন এবার যুক্তরাষ্ট্রে ছিলাম। এবার নতুন উদ্যমে ‘ঢাকাইয়া দেবদাস’ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এটি খুব সুন্দর গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। সবমিলিয়ে নতুন মিশনের জন্য তৈরি আমি। আশা করছি ভালো
কিছু হবে।
Design and developed by sylhetalltimenews.com