ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে ক্যামেরার সামনে বিশেষ ভঙ্গিতে পোজ দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এমনকি প্রায়ই তাদের এদিক-সেদিক দেখা যায়। তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। কিন্তু কোমর জড়িয়ে সাংবাদিকদের সামনে বিশেষ ভঙ্গিতে দাঁড়াতেই নতুন গুঞ্জন শুরু। জানা গেছে, সামান্থা নাকি ইতিমধ্যে সমাজমাধ্যমে বার্তাও দিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, কিছু সাহসী পদক্ষেপ নিতে চলেছেন তিনি। তার মধ্যে অন্যতম সামান্থার অভিনয়জীবন। বাকি সাহসী পদক্ষেপ নিয়ে এখনো খোলাসা করেননি তিনি। কিন্তু তার অনুরাগীরা দু’য়ে দু’য়ে চার করে ফেলেছেন। তাদের ভাবনায়, ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের সঙ্গে তাদের প্রিয় অভিনেত্রী ফ্যামিলি গড়ার সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলেছেন। তারই ইঙ্গিত তার বার্তায় এবং ঘনিষ্ঠ পোজে ছবি তোলায়। তবে রাজ-সমান্থার মুখোমুখি হওয়ার কারণও প্রকাশ্যে। জানা গেছে, পারিবারিক একটি অনুষ্ঠানে প্রিয়জন, পরিজন, বন্ধু- সকলেই উপস্থিত ছিলেন। সেখানে তারাও এক হয়েছিলেন। এ রকম ঘরোয়া অনুষ্ঠানে চর্চিত যুগলের উপস্থিতি স্বাভাবিকভাবেই নতুন গুঞ্জনের কারণ। পারিবারিক অনুষ্ঠানে জোটে যোগদান মানেই যেন পারিবারিক স্বীকৃতি- এমনও মনে করছেন অনেকে। প্রসঙ্গত, ২০২৩ থেকে চর্চায় রয়েছেন রাজ-সামান্থা। দু’জনে ইতিমধ্যেই ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন। শুটিং সেটে তাদের ঘন ঘন একসঙ্গে উপস্থিতিও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
Design and developed by sylhetalltimenews.com