অনলাইনে হয়রানির বিরুদ্ধে কড়া অবস্থানে অনুপমা

প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

অনলাইনে হয়রানির বিরুদ্ধে কড়া অবস্থানে অনুপমা

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এর আগে শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকারই আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিভিন্ন সময় সমালোচনাও হয়েছে। এমনকি আইনি পদক্ষেপ নেয়ার ঘটনাও ঘটেছে। এবার সে তালিকায় যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনলাইনে হয়রানির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। ইনস্টাগ্রামে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও অশালীন কনটেন্ট ছড়ানোর অভিযোগে তামিলনাড়ুর ২০ বছরের এক তরুণীর বিরুদ্ধে কেরালা সাইবার ক্রাইম পুলিশে লিখিত অভিযোগ করেছেন তিনি।

Manual7 Ad Code


রোববার (৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অনুপমা জানিয়েছেন, কিছুদিন আগে জানতে পারি, একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমার ও আমার পরিবারের সম্পর্কে ভয়াবহভাবে মিথ্যা ও অনুচিত বিষয় পোস্ট করা হচ্ছে। এমনকি আমার বন্ধুবান্ধব ও সহশিল্পীদের ট্যাগ করে বিকৃত ছবি ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছিল। এমন লক্ষ্য করে অপমান করা সত্যিই মানসিকভাবে কষ্টদায়ক।
তিনি আরও জানান, স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের অধিকার কারও অন্যকে হয়রানি, অপমান বা ঘৃণা ছড়ানোর অনুমতি দেয় না। অনলাইনে প্রতিটি কাজেরই ছাপ থেকে যায় এবং এর জন্য একদিন জবাবদিহি করতে হয়।
ইনস্টাগ্রাম পোস্টে অনুপমা জানান, অভিযুক্ত তরুণী নাকি একাধিক ভুয়া আইডি খুলে তার সম্পর্কে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছিলেন। তবে অভিযুক্তের অল্প বয়সের কথা ভেবে তার নাম প্রকাশ করেননি অভিনেত্রী। বরং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে চান তিনি।

Manual4 Ad Code