পাঁচ লাখ টাকার জালিয়াতি কাণ্ডে ও নেহার নাম

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

পাঁচ লাখ টাকার জালিয়াতি কাণ্ডে ও নেহার নাম

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :মুম্বইয়ে বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম ব্যবহার করে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। পাঁচ লাখ টাকার জালিয়াতি কাণ্ডে জড়িয়েছে নেহার নাম। ঘটনার তদন্তে নেমেছে উয়োরলি পুলিশ। মুম্বইয়ের এক আইনজীবী ট্রেডিং করতে গিয়ে সম্প্রতি পাঁচ লাখ টাকা হারিয়েছেন। ওই ট্রেডিং ওয়েবসাইট নিজেদের প্রচারের জন্য নেহার নাম ব্যবহার করেছিল। গায়িকার ছবি দেখেই এই ওয়েবসাইটের ওপর ভরসা করে বিপাকে পড়েছেন শবনম মহম্মদ হুসেন সইদ নামের আইনজীবী। জানা গেছে, গায়িকার নাম বেআইনিভাবে ব্যবহার করেছে ওয়েবসাইট। উয়োরলি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। চলতি বছরের জুন মাসে এই ট্রেডিং ওয়েবসাইটের বিষয়ে জানতে পারেন তিনি। নেটমাধ্যমে একটি ভিডিওতে নেহাকে এই ওয়েবসাইটের হয়ে প্রচার করতে দেখেছিলেন তিনি। তারপরেই ফাঁদে পা দেন। পরে ফোনে এই ট্রেডিং ওয়েবসাইটের একজনের সঙ্গে যোগাযোগ করেন। সেই ফোন নম্বরটি আন্তর্জাতিক ছিল। বিজয় ও জিমি- নামে দুই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন শবনম। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অ্যাকাউন্ট খুললে বড় অঙ্কের লাভ করতে পারবেন আইনজীবী। ১৮ই জুন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা পাঠান শবনম। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন