ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
বিনোদন ডেস্ক :বেশ জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল শাবনূর অভিনীত নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশির ভাগ শুটিংও হয়েছে। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই অভিনেত্রী। কথা ছিল, অস্ট্রেলিয়া থেকে ফিরে শুটিং করবেন তিনি। কিন্তু সহসাই শাবনূর দেশে না ফেরায় আরাফাত হোসেন পরিচালিত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ সিনেমাটির ২০ মিনিটের শুটিং নিয়ে একটি পর্ব বানিয়ে ই্উটিউবে ছেড়েছেন। এ বিষয়ে সিনেমাটির প্রযোজক মৌসুমী মিথিলা বলেন, শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে ছবিটি শুরু করবো। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে এই দৃশ্যগুলো কাজে লাগাতে পারবো না। তা ছাড়া মাঝখানে বড় একটা বিরতি পড়াতে লুকও মিলবে না। ভাবলাম দর্শকদের বঞ্চিত করে লাভ কী। যেটুকু শুটিং করেছি সেটুকুই দেখুক। প্রসঙ্গত, বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন।
Design and developed by sylhetalltimenews.com