ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫
বিনোদন ডেস্ক :হৃতিক রোশনের বিরাট বড় ভক্ত অভিনেত্রী কৃতি শ্যানন। ছোটবেলায় নিজের ঘরে হৃতিকের ছবি টাঙিয়ে রাখতেন। সাবা আজাদের সঙ্গে বর্তমানে সম্পর্কে রয়েছেন হৃতিক। কিন্তু সেই সম্পর্ক নিয়ে তারা কোনো রাখঢাক করেন না। জানা গেছে, একদিন কৃতিকে হঠাৎ মধ্যরাতে ফোন করেছিলেন হৃতিক। আসল ঘটনা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। বলিউডে কৃতির প্রথম ছবি ‘হিরোপান্তি’। তার পরেই ঘটেছিল সেই অপ্রত্যাশিত ঘটনা। অভিনেত্রী বলেন, আমার ঘরের দেয়ালে একমাত্র হৃতিকের ছবি টাঙানো থাকতো। ‘হিরোপান্তি’ মুক্তি পাওয়ার পর শুধুমাত্র হৃতিকের জন্যই একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন টাইগার শ্রফ। আমি বিষয়টা জানতামই না। এই ছবিতে কৃতির অভিনয় দেখেই মধ্যরাতে তাকে ফোন করেছিলেন হৃতিক। অভিনেত্রী বলেন, রাত ২টার সময় আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। ফোনটা ধরতে পারিনি। ট্রু-কলারে সেই নম্বর ফেলে দেখি, হৃতিক রোশনের থেকে ফোনটা এসেছিল। আতঙ্কিত হয়ে গিয়েছিলাম আমি। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে এরপর তাকে ফোন করেছিলাম। তিনি আমার ভূয়সী প্রশংসা করলেন। এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। স্বপ্ন যে বাস্তবে রূপ নেয় সেটা আবার অনুভব করলাম। প্রসঙ্গত, দিল্লির বায়ুদূষণ এবং সাম্প্রতিক বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ায় কৃতি অভিনীত ‘ককটেল-২’ ছবির শুটিং বুধবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com