বাবার মৃত্যু বার্ষিকীতে পুত্রের লেখা”প্রিয় বাবা’ আলী আকবর রাজন

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

বাবার মৃত্যু বার্ষিকীতে পুত্রের লেখা”প্রিয় বাবা’ আলী আকবর রাজন

Manual8 Ad Code

৬ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা আর ভালোবাসা রইলো তুমার জন্য প্রিয় বাবা

Manual4 Ad Code

আজ ৬ টি বছর হয়ে গেলো বাবাহীন একজন ছেলের জীবন যে কতটা বিয়োগান্ত হয়, তা হয়তো যাদের বাবা বেঁচে আছেন তারা কখনোই বুঝতে পারবে না। প্রতিটি মুহূর্তে মনে হয় সত্যি আমি বড়ই একা। একটু ভালোবাসা দেওয়ার, সান্ত্বনা দিয়ে সামনে চলার প্রেরণা জোগানোর মানুষটি আজ বেঁচে নেই। বাস্তবতা বড়ই কঠিন। কেটে যাচ্ছে একেকটি দিন একেকটি মাস।
বাবার অনেক স্মৃতি, বাবার কথাগুলা, যা ভুলতে পারি না, ভোলা যায় না। বাবাহীন প্রত্যেক দিন একেকটি ঝামেলা, একেকটি একাকিত্ব। ছায়াহীন পথ, আর লক্ষ্যহীন সকল যুক্তি। বাবাকে খুব মনে করছি। বাবার জন্য অনেক কষ্ট হয়। বাবা না থাকাটা যতটুকু কষ্টের, তার চেয়েও বেশি ঝামেলার।
বাবা, তুমি আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছ । তুমি বেঁচে থাকতে তোমার গুরুত্ব আমরা কখনো বুঝিনি। আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার অনুপস্থিতি। তোমার চলে যাওয়া আমাদের জীবনে বিশেষ করে আমার জীবনে অপূরণীয় ক্ষতি।
আর বার বার হুছুট খাওয়া আর পারছি না দারাতে।
আমার আর এই যান্ত্রিক জীবন ভালো লাগে না বাবা। যায় দিন ভালো, আসে দিন খারাপ ।
জানি না জীবনের খাতায় আর কিছু হারাবার আছে কিনা। তবে তোমাকে হারানোর পরে মনে হয়েছিল দুনিয়াটা বড়ই নিষ্ঠুর একটা জায়গা বাবা। পৃথিবীতে যুগে যুগে একজন মানুষের আবির্ভাব ঘটে। আমার চোখে আমার বাবা তাদের একজন। জানি না এই পথের শেষ আছে কিনা। যদি বা শেষ না হয় এই পথের, ক্ষতি নেই। জীবন তো চলবেই জীবনের মতো। ভয় কী, বাবার দোয়া আমার সঙ্গেই আছে। তবে আল্লাহর রহমতে তুমার দোয়ায় এগিয়ে যাচ্ছি তুমার মত বাচার চেষ্টা করছি যানিনা কতটুকু পারবো দোয়া রেকো।

Manual2 Ad Code

আজ আমার বাবা শ্রমিক নেতা মরহুম আলাউদ্দিন সওদাগর এর ৬ ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে রইলো গভীর শ্রদ্ধা আর ভালোবাসা।
আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।-আমিন।

Manual1 Ad Code

ফেসবুক থেকে সংগৃহীত :