ঢাকা ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
বিনোদন ডেস্ক :দ্য ব্যাডস অফ বলিউড’-এ ঝড় তুলেছেন তামান্না ভাটিয়া। ‘গফুর’ গানের সঙ্গে তার নাচ দেখে দর্শকের দাবি, আইটেম নাচের রানি হয়ে উঠেছেন তিনি। এর আগে ‘আজ কি রাত’, ‘কাবালা’-এর মতো আইটেম গানের সঙ্গে নেচেও নজর কেড়েছিলেন তিনি। এ বার সেই তামান্নাকে আক্রমণ করলেন রাখি সাওয়ন্ত। একসময় বলিউডের আইটেম গানে নাচতেন রাখি। কিন্তু গত বেশ কয়েক বছরে বন্ধ হয়েছে সেই ধারা।
তাই রাখির আক্ষেপ, এখন নায়িকারাই আইটেম গানে নাচেন। বিতর্কিত অভিনেত্রীর দাবি, তার সময়ে আইটেম গানের মধ্যে এক অন্য মাদকতা ছিলো। এখন তামান্নার নাচের মধ্যে সেই ব্যাপারটা নেই। রাখি সেটা নিয়ে ক্ষোভ জানিয়ে বলেন, আমাদের দেখে দেখে এরা আইটেম গানের সঙ্গে নাচ শিখে নিয়েছে। এরা প্রথমে নায়িকা হতে চাইতেন। নায়িকা হওয়ার সময় যখন চলে গেল, তখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ শুরু করলেন। ওদের লজ্জা হওয়া উচিত। আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এ বার আমি নায়িকা হবো।
Design and developed by sylhetalltimenews.com