ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫
বিনোদন ডেস্ক :থাইল্যান্ডের ফুকেটে ৭৪তম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি ‘মিস ইউনিভার্স’ জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেছেন। গতকাল সকালে তিনি সবাইকে চমকে দিয়েছেন। মিথিলা ৭৪তম মিস ইউনিভার্স আসরে ‘পিপল্স চয়েস’ ভোটিং পর্বে অবস্থান করছেন সেরা দুই-এ। তিনি তার ফেসবুক পেজে এ সুখবরটি জানান। মিথিলা বলেন, বাংলাদেশের ১০ লাখ মানুষ যদি প্রতিদিন ১০টা করে ভোট দেন, তাহলে ছয়দিনে কয়েক কোটি ভোট পড়বে তার পক্ষে। ১০টা ভোট দিতে সময় লাগে মাত্র ১০-১২ মিনিট। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেয়া যায়! ১২১টা দেশের মধ্যে আমি তথা বাংলাদেশ এখন দুই নম্বরে আছে। আশা করছি, আর মাত্র ৫০ হাজার ভোট পেলে উঠে যাবো এক নম্বরে। আমি আত্মবিশ্বাসী, অপেক্ষা শুধু আপনাদের ভোটের। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। ‘পিপল্স চয়েস’-এ মিথিলার এই অগ্রগতি দেখে তাকে উৎসাহিত করছেন দেশের তারকারাও। তার জন্য ভোট চাইতে পোস্ট দিয়েছেন- জয়া আহসান, শবনম বুবলী, রুনা খান, মুমতাহিনা টয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, জান্নাতুল পিয়া, সামিরা খান মাহি, শবনম ফারিয়াসহ অনেকে। ভোট দেয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ নির্বাচন করতে হবে। তারপর ‘পিপল্স চয়েস’ সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করতে হবে। এরপর প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও একটি করে যত খুশি তত ভোট দেয়া যাবে।
Design and developed by sylhetalltimenews.com