অবশেষে স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

অবশেষে স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় আজ দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে রিয়ামনি বলেন, হিরো আলমকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে পুলিশ। এজন্য আমিও এসেছি। তারা এখন চালানের প্রক্রিয়া শুরু করেছে। ওকে চালান করে দেবে।

Manual6 Ad Code

জানা গেছে, গত ১২ নভেম্বর বুধবার আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে আটক করে পুলিশ। রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন আলমের স্ত্রী। এ মামলায় তার সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী জানা গেছে, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়ামনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে আলমসহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের সাথে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এ হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করে নিয়ে যায়। গত ২৩ জুন এই ঘটনায় রিয়ামনি বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

Manual1 Ad Code