আমাদেরও একজন কমন প্রাক্তন রয়েছে

প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

আমাদেরও একজন কমন প্রাক্তন রয়েছে

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :পুনরায় আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী কাজল। অজয় দেবগনের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েনের জল্পনার মাঝেই উঠে এলো নায়িকার প্রাক্তন প্রেমিক প্রসঙ্গ; যেখানে জড়িয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী টুইঙ্কল খান্নার নামও। সম্প্রতি তাদের একটি সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কল- দু’জনই জানিয়েছেন, তাদের দু’জনেরই একজন কমন প্রাক্তন প্রেমিক রয়েছে। এই কথা শুনেই সঙ্গে সঙ্গে টুইঙ্কলকে চুপ করতে বলেন কাজল। সম্প্রতি তাদের অতিথি-আলাপের অনুষ্ঠানে এসেছিলেন অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী কৃতি শ্যানন। অনুষ্ঠানের একটি পর্বে অতিথিদের বিভিন্ন বিষয়ে নিজেদের সম্মতি বা দ্বিমত জানাতে হয়। এমন একটি বিষয় ছিল- প্রিয়বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনো প্রেম করা উচিত নয়। এই বিষয়ে কাজল এবং টুইঙ্কল- দু’জনই সহমত পোষণ করলেও ভিকি ও কৃতি এই মতের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন। আলোচনার এক মোড়ে গিয়ে কাজলের কাঁধে হাত রেখে টুইঙ্কল বলেন, আমাদেরও একজন কমন প্রাক্তন রয়েছে কিন্তু। টুইঙ্কলের এই মন্তব্যে কিছুটা চমকে যান কাজল এবং দ্রুত তাকে থামিয়ে দিয়ে বলেন, দয়া করে চুপ করো। একেবারে চুপ! যদিও সেই প্রাক্তন প্রেমিক কে, তা কাজল বা টুইঙ্কল কেউই প্রকাশ করেননি। যদিও নেটিজেনদের মাঝে এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।