মাদক কান্ডে মুখ খুললেন নোরা ফাতেহী

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

মাদক কান্ডে মুখ খুললেন নোরা ফাতেহী

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :বলিউডে মাদকযোগের খবরে দাউদ ইব্রাহিমের সঙ্গে দুই অভিনেত্রীর যোগ থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তর ও মুম্বই পুলিশ একটি তল্লাশি অভিযান চালায়। সেখানে উঠে আসে মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত সেলিম ডলারের নাম। সেই সূত্র থেকেই জানা গেছে, মূলত এই মাদকদ্রব্য দুবাই থেকে চালনা করা হয়। ওই মাদক চক্রের সঙ্গে যুক্ত এক অন্যতম অভিযুক্তকে আরব আমিরশাহি থেকে ভারতে গ্রেপ্তার করা হলে জেরার মুখে উঠে আসে বলিউডের দুই খ্যাতনামা অভিনেত্রীর নাম- নোরা ফতেহি ও শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয়। ওই অভিযুক্ত বলেন, দাউদ ইব্রাহিমের বিদেশের বিভিন্ন মাদক পার্টিতে মাঝেমধ্যেই গিয়ে থাকেন নোরা ও শ্রদ্ধা। দাউদের চক্রের সঙ্গে নাকি টাকার লেনদেনও হয় তাদের। সঙ্গে জড়িয়ে রয়েছেন নোরার
ভাই সিদ্ধার্থ কাপুরও। শিগগিরই এদের জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ। তার আগে বিষয়টি নিয়ে মুখ খুললেন নোরা। তিনি বলেন, আমি কোনো পার্টিতে যোগদান করি না। কাজ নিয়ে থাকতেই ভালোবাসি। ছুটির দিনও বাড়িতে থাকতে পছন্দ করি। নিজের কাজ, লক্ষ্য ও স্বপ্ন পূরণই আমার সারা দিনের নেশার দ্রব্য। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আমি একবারেই এ রকম কোনো কিছুর সঙ্গে যুক্ত নই। আগামীতে আমার নাম নিয়ে যারা এ রকম অপবাদ ছড়াবেন, তাদের জন্য এর ফল একেবারেই সুখের হবে না।