ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
বিনোদন ডেস্ক :১৩ই নভেম্বর সিঙ্গাপুরে কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘উইকড: ফর গুড’ এর প্রিমিয়ার অনুষ্ঠিত হলো। সেখানেই ঘটে এক অবাক করা কাণ্ড! নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আরিয়ানাকে হঠাৎ এসে জড়িয়ে ধরেন এক ভক্ত। তবে আইনের কাছে ধরা পড়েছেন সেই ব্যক্তি। এবার তাকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। জড়িয়ে ধরা সেই ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক। ২৬ বছর বয়সী এই তরুণের নাম জনসন ওয়েন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গায়িকা যখন লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হেঁটে যাচ্ছেন, তখন দৌড়ে এসে জড়িয়ে ধরছেন জনসন ওয়েন। যখন ওই ব্যক্তি আরিয়ানার গলায় হাত রাখে, তখনই সিন্থিয়া এরিভো ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তারক্ষীর সহায়তায় তাকে বাধা দেন। অনুষ্ঠানস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। দেখা যায়, হতবাক আরিয়ানাকে সান্ত্বনা দিচ্ছেন তার সহশিল্পীরা। সামাজিকমাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারকাদের অনুষ্ঠানে ঢুকে পড়ার ইতিহাস জনসন ওয়েনের নতুন নয়।
এর আগে, কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও মঞ্চে উঠে পড়েছিলেন তিনি। বিবিসি নিউজ জানায়, সিঙ্গাপুরের একটি আদালত সেই ব্যক্তিকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে। আদালতের ভাষ্য, তিনি প্রিমিয়ারে দুই বার অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়। পরেরদিন তাকে গ্রেপ্তার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয়। পরে দোষও স্বীকার করেন ওই ব্যক্তি।
Design and developed by sylhetalltimenews.com