সেদিন কি ঘটেছিল জানালেন মেহজাবীন

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

সেদিন কি ঘটেছিল জানালেন মেহজাবীন

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি তার বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ উঠেছে। আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেন। আদালতে হাজির না হওয়ায় গত ১০ই নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত রোববার সন্ধ্যায় তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া, গতকাল সকালে এক দীর্ঘ পোস্টে মেহজাবীন জানিয়েছেন আসলে তার সঙ্গে কী ঘটেছে। তিনি জানান, ২০২৫ সালের মার্চ মাসে দায়ের করা এই মামলা সম্পর্কে তিনি গত ৯ মাসে কিছুই জানতেন না। কারণ, অভিযোগকারী তার সঠিক ফোন নম্বর বা ঠিকানা পুলিশ বা আদালতকে দেননি। তিনি লিখেন, অভিযোগকারী দাবি করেন- ২০১৬ সাল থেকে আমার সঙ্গে ব্যবসা করছিলেন। কিন্তু তিনি একটি মেসেজ, হোয়াটসঅ্যাপ বা আমার নম্বরে পাঠানো উত্তর, এমনকি একটি স্ক্রিনশটও দেখাতে পারেননি। তিনি ২৭ লাখ টাকা দেয়ার দাবি করলেও কোনো ব্যাংক লেনদেন, চেক, বিকাশ লেনদেন, লিখিত চুক্তি, রসিদ বা কোনো সাক্ষীর প্রমাণ দেখাতে পারেননি। একটি কাগজপত্রও নেই। তার দাবি অনুযায়ী, ১১ই ফেব্রুয়ারি আমি তাকে চোখ বেঁধে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। গত ৯ মাসে তিনি রেস্টুরেন্ট বা রাস্তার এক সেকেন্ডেরও সিসিটিভি ফুটেজ বা কোনো সাক্ষী দেখাতে পারেননি। কোনো পুলিশ স্টেশনের ফোন কল বা কোনো কোর্টের নোটিশ বা ডকুমেন্ট পাইনি। একটি নোটিশ পেলেও আমি আগেই আইনি ব্যবস্থা নিতাম। মেহজাবীন জানান, মামলার কোনো ভিত্তি না থাকলেও গ্রেপ্তারি পরোয়ানার খবর পেয়েই তিনি আইনি প্রক্রিয়া মেনে জামিন নিয়েছেন।