ইতিহাস গড়ার অপেক্ষায় মিথিলা

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

ইতিহাস গড়ার অপেক্ষায় মিথিলা

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :মিস ইউনিভার্স’-এ এর আগে বাংলাদেশের কোনো প্রতিযোগীর বিজয়ী হওয়ার এতটা সম্ভাবনা তৈরি হয়নি। যেমনটা ঘটেছে চলতি বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তানজিয়া জামান মিথিলার। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি এই প্রতিযোগিতায়। ক্যাম্পে দুই সপ্তাহ কাটিয়েছেন ইতিমধ্যে। এই সময়ে তিনি শিখেছেন সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং নিজেকে নতুনভাবে তুলে ধরার কৌশল। চূড়ান্ত ফল ঘোষণার আগে নিজেকে এখন একদম শান্ত ও স্থির রাখছেন মিথিলা। এদিকে, পিপল্‌স চয়েসে ধারাবাহিক সাফল্য তাকে দিয়েছে আত্মবিশ্বাস। ভোটিংয়ে মিথিলা ছিলেন এক নম্বরে, গতকাল পর্যন্ত ছিলেন দুই নম্বরে। বিষয়টি বিস্ময়করই বটে। গতকাল ছিল পিপল্‌স চয়েসে ভোট দেয়ার শেষ দিন। এই ভোটে ১ নম্বরে থাকলে সরাসরি সেরা ৩০-এ পৌঁছে যাবেন মিথিলা। আগামীকাল ঘোষণা হবে চূড়ান্ত ফলাফল। ইতিহাস গড়ার অপেক্ষায় এখন দাঁড়িয়ে তিনি। তবে, ফলাফল যেকোনো কিছুই হতে পারে। সেটা মিথিলাও জানেন। তিনি বলেন, স্বপ্ন থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। তবে, এটা একটা প্রতিযোগিতা। ফলাফল তো একটা আসবেই। ফলাফল যাই হোক, আমি খুবই আনন্দিত এ পর্যন্ত আসতে পেরে। কারণ, দেশের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেটা সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়া নিয়েই আগামীর পথচলা শুরু করবো।