রুক্সিণীর ‘বিনোদিনী”

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

রুক্সিণীর  ‘বিনোদিনী”

Manual3 Ad Code

শুভশ্রী গাঙ্গুলীর ‘বিনোদিনী’র সঙ্গে রুক্মিণী মিত্রের ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান’ নিয়ে প্রায়ই তুলনা চলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে রুক্মিণী বলেন, আমাকে যারা চেনে তারা জানে, আমার একটা ইকোসিস্টেম আছে যেটা খুব হেলদি। তাই বাইরে যাই ঘটুক, সেটা আমাকে অ্যাফেক্ট করে না। নানা মানুষের বক্তব্য থাকে। আমার একটা বক্তব্য না থাকলে বা কম থাকলে কিছু আসে-যায় না। আর ডিল করি মানে, আই পে ফর দ্য নয়েজ, বাড়িতে ওয়াইফাইয়ের টাকাটা আমিই দিচ্ছি। মিউট আর আনমিউটের সিদ্ধান্তটা নিতে এখনো আমি ভালো পারি। সম্প্রতি মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত ‘হাঁটি হাঁটি পা পা’। এই ছবির ট্রেলার দেখলেই দীপিকা পাড়ুকোনের ‘পিকু’র কথা মনে পড়বে। যদিও গল্পের মোড় অন্যদিকে ঘুরছে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, টিজার বের হওয়ার পর যখন দেখলাম অনেকেই এটা ‘পিকু’র সঙ্গে তুলনা করছে, আমি বলেছিলাম তুলনাটা হোক, অসুবিধা নেই। কারণ কনভারসেশনটা হওয়া জরুরি, একটা সাড়া পড়লে ভালো। ট্রেলার বের হওয়ার পর ধারণাটা বদলে যাবে জানতাম। সেটাই হয়েছে। আসলে ‘পিকু’ একটা আইকনিক ছবি, বাবা-মেয়ের গল্প। ওখানেও দু’জন লম্বা মানুষ, আমাদের ছবিতেও তাই। আমি এই তুলনাটা কমপ্লিমেন্ট হিসেবেই নিয়েছি।