সমালোচনার জবাব দিলেন সোফি

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

সমালোচনার জবাব দিলেন সোফি

Manual6 Ad Code

বলিউডে নিয়মিত কাজ না করলেও বিলাসবহুল জীবনযাপন করেন সোফি চৌধুরী। আর এতেই সম্প্রতি সমালোচনার মুখে পড়েন। মাত্র কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। যেগুলো করেছেন, সেগুলোও হিট নয়। কিন্তু এবার আলোচনায় এল তার বিলাসবহুল জীবন। আর এ নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সোফি জানিয়েছেন, তার মূল আয়ের বড় অংশ আসে সঞ্চালনা ও স্টেজ পারফরম্যান্স থেকে। সম্প্রতি ভারতের উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফি। সেখানে আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ পারফরম্যান্স করেন।

ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোফিকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ প্রশ্ন তোলেন—সিনেমায় খুব একটা দেখা যায় না, তবু এত আয় আসে কোথা থেকে? আর এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি।

Manual4 Ad Code

বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয়। বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সকলের জানা। একজন নায়িকার মাটি শক্ত করতে অনেক সময় লেগে যায়। বলিউডের প্রথম সারির নায়িকাদের থেকেও তার আয় বেশি বলে জানান সোফি।

Manual4 Ad Code