কুলাউড়ায়  বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

কুলাউড়ায়  বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুখীরাম উরাং (২৫) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সুখীরামের বাড়ি কর্মধার মুরইছড়া বস্তি এলাকায়।

Manual7 Ad Code

স্থানীয়দের বরাতে কুলাউড়া থানা-পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে সুখীরাম মুরইছড়া সীমান্তের ১,৮৪৪ ও ১,৮৪৫ নম্বর সীমান্তখুঁটির মাঝামাঝি এলাকায় গরু চরাচ্ছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর পিঠে লাগলে তিনি গুরুতর আহত হন।

পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে কুলাউড়া থানা-পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual6 Ad Code

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ‘গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মুরইছড়া সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের আওতায়। ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘ঘটনাটি শোনার পর আমরা তথ্য সংগ্রহ শুরু করেছি। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় বিএসএফের গুলিতে যুবকটি নিহত হয়ে থাকতে পারেন বলে আমাদের ধারণা।’

Manual4 Ad Code

ঘটনা তদন্তে বিজিবি ও পুলিশ যৌথভাবে তথ্য সংগ্রহ করছে।