”হৃদয়ের বার্তা”

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

”হৃদয়ের বার্তা”

Manual3 Ad Code

মহাকালের অতল গহবরে দ্রুত চলে যাচ্ছে ক্ষণ। অযুত-নিযুত রোনাজারী করেও আজকের এই দিন, এই সময় বা এখনকার এই ক্ষণটুকু আর ধরে রাখা যাবে না অথবা ফিরে পাবো না। এরই ধারাবাহিকতায় আমার যবনিকাপাতের ধারপ্রান্ত ক্রমান্বয়ে নিকটবর্তী হচ্ছে। সংকীর্ণ আয়ুস্কালের প্রায় সমাপ্তি লগ্নে এসে আমি উপনীত হয়েছি। এখন শুধু তারই অপেক্ষায়,যিনি আমায় এ ধরণী থেকে নিকেশ করে নেবেন।
তবে আমি আশাহত নই। অতীতে আপনাদের মতো সুহৃদদের সাহচর্য্য পেয়েছি। পেয়েছি আকুলিত প্রার্থণার সুমধুর বাণী। নিজের তো নেই কোন অর্জন। মনে করি এটাই আমার সঞ্চয়।
গতকাল বুধবার ৬১ পেরিয়ে আজ বৃহস্পতিবার ৬২’র তরীতে পা’ রাখলাম। জানি না আর কতক্ষণ আপনাদের সান্নিধ্যে থাকতে পারবো? তবে অভিলাষ জাগে আরো কিছুক্ষণ আপনাদের উষ্ণ আলিঙ্গন উপভোগ করি।
১৯৬৪ খ্রিষ্টাব্দের ৪ঠা ডিসেম্বর এ ধরাধামে আমার আগমন। সে সুবাদে আজ ছিল আমার ৬২তম জন্মদিন। আমার এই আগমণী ক্ষণকে নিজেদের নিস্কলুষ হৃদয়ের আঙিনায় গেঁথে রেখে অনেকেই জানিয়েছেন শুভ কামনা। মহান স্রষ্টার মন গলাতে প্রার্থনা করেছেন নানাভাবে। হয়তো তিনি গ্রহণ করেছেন অথবা তিনি গ্রহণ না করতেও পারেন। এটা মহামহিমের মর্জি। তবে আমার মতো নিস্প্রয়োজনীয় কারো জন্য এতো আর্শীবাণী(!), এতে যে আমি আবেগতাড়িত-আপ্লুত। বহনের নেই শক্তি। নেই ক্ষুদ্র হৃদয়ে ধারণের সামর্থ।
চলেই তো গিয়েছিলাম, গত বছরের ১৫ নভেম্বর। শুভাকাঙ্খী সকলে রকমারী কাকুতি-মিনতি করে স্রষ্টার সন্তুষ্টির মাধ্যমে যেতে দেননি আমায় যমালয়ে। এটা আপনাদেরই সফলতা। এজন্য আমি সকল শুভাকাঙ্খীর কাছে চির কৃতজ্ঞ। আজ যারা একইভাবে আর্শীব্বাদ জানিয়ে, শুভ কামনা প্রত্যাশা করে এ অধমের মঙ্গলাকাঙ্খা করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সমভাবে প্রার্থনা রইলো মহিয়ানের দরবারে উত্তর পুরুষ পর্যন্ত আপনাদের জীবন হউক সফল, সুন্দর, শান্তিময় ও সুখানন্দে ভরপুর।
সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আস-সালাম। সকলকে আন্তরিক শুভেচ্ছা। সারাদিনের এতো ভালোবাসার বিপরীতে অনুভূতি প্রকাশে আমার কোন ভাষা ছিল না। তাই হৃদয়ের অলিন্দে যা এসেছে, তাই লিখেছি। ক্ষমা মহানুভবতার পরিচায়ক। এটুকু করলে মনের অভিপ্রায় পূর্ণতা পাবে।

Manual4 Ad Code

সকলকে অসংখ্য ধন্যবাদ।

Manual7 Ad Code

চঞ্চল মাহমুদ ফুলর: সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব