ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫
বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। চলতি বছরের ১৫ই জুলাই এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংও চালিয়ে গেছেন অভিনেত্রী। আবার গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে স্ফীতোদরসহ মেট গালার মঞ্চেও হাজির হয়েছিলেন তিনি। জন্মের আগে ও পরে, সার্বক্ষণিক মেয়ে সরায়াহকে নিয়েই যেন ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমতো মেয়ের সঙ্গে কথা বলতেন কিয়ারা। তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুক্তি পায় ‘ওয়ার-২’ ছবিটি। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘টক্সিক’ ছবির কাজ শুরু করেন তিনি। সে সময়ের কথা স্মরণ করে কিয়ারা বলেন, এ একেবারে ভিন্ন অভিজ্ঞতা! অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়ের সঙ্গে কথা বলতাম। শুটিংয়ে অনেক সময় আবেগতাড়িত হয়ে পড়তাম। তারপর ভ্যানিটি ভ্যানে ঢুকে পেটটা ধরে ওকে আশস্ত করতাম যে, তোমার মা একদম ঠিক আছে। গোটাটাই অভিনয়। কিয়ারা জানান, জন্মের পর মেয়েকে স্নান করানো থেকে শুরু করে তার পরিচর্যার সকল কাজের প্রতিটা সময় ভীষণ উপভোগ করছেন তিনি। যদিও সন্তান জন্মের পর কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না বলেই জানান অভিনেত্রী।
Design and developed by sylhetalltimenews.com