“ইতিবাচক”: ধ্রুব গৌতম

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

“ইতিবাচক”: ধ্রুব গৌতম

Manual3 Ad Code

সিলেট অলটাইম নিউজ :আমার পাশের এই বয়স্ক ভদ্রলোক সিলেটের সেখঘাট সরকারী কোয়ার্টারের ভিতর থাকেন দীর্ঘ বছর থেকে। বাড়ি দিনাজপুর। যারা সেখঘাট, তালতলা, তেলিহাওরে প্রতিদিন আসা যাওয়া করেন তারা তাকে অবশ্যই চিনেন। একজন পরিশ্রমী শ্রমজীবী মানুষ।

জীবনের উপার্জন দিয়ে ছেলেকে জিতু মুয়া,সাহেবের ঠিক পোয়েন্টের দোতলায় “দ্য হাঙ্গার ডাক” নামে একটি রেঁস্তোরা খুলে দিয়েছেন। গতকালই তার উদ্বোধন হলো। খাওয়ার মান ও স্বাদ দু’টোই প্রশংসনীয়।

আমার দূর্ভাগ্য যে, পড়ালেখা জানা মানুষদের নিয়ে ভালো কিছু করার চেষ্টা করে বারবার হোঁচট খেয়েছি। বিশ্বাস আর ভরসার ঘাটতি মারাত্মক।

Manual3 Ad Code

একজন শ্রমজীবী মানুষের পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠান উন্নতি ও সমৃদ্ধি লাভ করুক, শুভ কামনা রইলো।

Manual6 Ad Code

উদ্বোধন- ১০.১১.২০২৫ সোমবার
প্রকাশ- ১১.১১.২০২৫ মঙ্গলবার

Manual7 Ad Code