সুটিংয়ে আহত শুভ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

সুটিংয়ে আহত শুভ

Manual8 Ad Code

ঢাকার বাইরে চুপিসারে একটি লোকেশনে ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। সিনেমার পুরো ইউনিট বিষয়টি গোপন রেখে কাজ করছিলেন। কিন্তু শুটিং সেটে ঘটা একটি দুর্ঘটনার কারণে সেটা আর পুরোপুরি সম্ভব হয়নি। সিনেমাটির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় অভিনেতার। যদিও সিনেমার মতই এই দুর্ঘটনা নিয়েও চুপ সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। তবে শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল।

Manual3 Ad Code

সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার পায়ে হঠাৎ আগুন ধরে উঠে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা যেন আরও উঁচু হয়ে ওঠে। এমনকি আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিভে গেলেও শুভর পায়ে দগ্ধচিহ্ন পড়ে। দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুট বন্ধের সিদ্ধান্ত নিলেও শুভ নাকি পিঁছু হটেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুট শেষ করেন তিনি। এমনকি পায়ে ক্ষত নিয়ে একনও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন এই নায়ক। প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমার। যেখানে শুভর বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম।

Manual2 Ad Code