ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫
জাহির ইকবালকে বিয়ের পর থেকে নানা কারণে সংবাদ শিরোনামে আসছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বলিউডের এই জনপ্রিয় দম্পতিকে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা যায়। গত আট বছর ধরে একে-অন্যকে চেনেন তারা। তবে, একটা সময় তাদের সম্পর্ক ভেঙে যায়। এমনকি তাদের থেরাপিও নিতে হয়েছিল। সোহা আলী খানের এক পডকাস্টে সোনাক্ষী জানান, তার এবং জাহিরের সম্পর্ক একটা সময় কতোটা তিক্ত হয়ে ওঠে। সম্পর্কের প্রথম তিন বছর সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপর পরিস্থিতি খারাপ হতে থাকে। তাদের মানসিক থেরাপি নিতে হয়েছিল। এমনকি তারা একটা সময় এমন একটা পর্যায়ে পৌঁছেছিলেন যে, তারা একে-অন্যকে সহ্যই করতে পারতেন না। তবে তিনি জানিয়েছেন, ঝগড়া হলেও তারা দু’জনই সিদ্ধান্ত নিয়েছিলেন, যে করেই হোক তাদের সম্পর্ক যেন পরিণতি পায়। এই কারণেই তারা কাপল থেরাপির খোঁজ শুরু করেন। মাত্র দু’টি সেশনের পরই তাদের সম্পর্ক আবারো আগের মতো হয়ে যায়। অভিনেত্রী জানান, দু’টি সেশনের পর তারা দু’জনই বুঝতে পেরেছিলেন যে, একে-অন্যকে বোঝা কতোটা গুরুত্বপূর্ণ। মাত্র এক মাস পরই তিনি জাহিরকে বিয়ে করতে বলেন। এরপর ২০২৪ সালের ২৩শে জুন ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনাক্ষী-জাহি
Design and developed by sylhetalltimenews.com