ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
দীর্ঘ বিরতি শেষে আবারো সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ করে ওজন কমিয়ে নতুন লুকে ভিন্নভাবে হাজির হচ্ছেন তিনি। আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই সিনেমায় তার নায়ক আব্দুন নূর সজল। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। জানা গেছে, এই মুহূর্তে রিহার্সেলে ব্যস্ত সময় পার করছেন অপু। শুটিংয়ের আগে আগামী ১৪ই ডিসেম্বর একটি আনুষ্ঠানিক ফটোশুটও করা হবে বলে জানা গেছে। আগামী ১৬ই ডিসেম্বর থেকে শুটিং ফ্লোরে যাবে ‘দুর্বার’। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন সজল-অপু বিশ্বাস। এতে আরও অভিনয় করেছেন- জান্নাতুল নূর, সানজু জন প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানির ঈদে মুক্তি পাবে ‘দুর্বার’। এই সিনেমাটি ছাড়াও অপুর হাতে রয়েছে আরও একাধিক সিনেমা। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী, যেখানে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’র কাজ শেষ করেই তিনি ‘সিক্রেট’র শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল শাড়ি’ অপু অভিনীত ও নির্মিত সর্বশেষ সিনেমা। এটি তার অপু-জয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক। এরপর আর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।
Design and developed by sylhetalltimenews.com