ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
চলতি বছর জুলাইয়ে মা হয়েছেন বলিউড তারকা কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা অবস্থায়ও প্রায় পাঁচ মাস অভিনয় করেছেন তিনি। তারপর পুরোপুরি নিজেকে আড়ালে রেখেছিলেন। ক্লিনিকে যাওয়া ছাড়া কোথাও দেখা মেলেনি তার। মা হওয়ার ৫ মাস বাদে এবার প্রথম জনসমক্ষে এলেন কিয়ারা। মাতৃত্বকালীন বিরতির পর গত সোমবার লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় নয়া রূপে ফিরেছেন অভিনেত্রী। আর তার প্রাক্কালেই পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময়ের পর মেয়ে সারায়াকে নিয়েও কথা বললেন নায়িকা। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। এদিন সকালেই ইনস্টাগ্রাম পোস্টে কাজে ফেরার আভাস দিয়েছিলেন কিয়ারা। ক্যাপশনে লেখা ছিল- পরবর্তী অধ্যায় আরও আগুন হবে। কাজটা করেই ফেলি। তখন থেকেই কৌতূহলী অনুরাগীরা। বেলা বাড়তেই মুম্বইয়ের এক সেটে উষ্ণ রূপে দেখা গেল নায়িকাকে। মাতৃত্বের পর ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে গড়নে ফিরে এসেছেন। পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টসে কিয়ারার চেহারা যেন মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ। জানা গেছে, এদিন কিয়ারা একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। আর কাজে ফিরেই সেটে প্রবেশের আগে উপস্থিত ফটোশিকারিদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাতেও দেখা গেল তাকে। শুধু তাই নয়, কথোপকথনের মাঝে পাপারাজ্জিরা তার কন্যার কথা জিজ্ঞাসা করলে তিনি হাসিমুখে জানান, মেয়ে ভালো আছে।
Design and developed by sylhetalltimenews.com