ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫
চলতি ডিসেম্বরেই নতুন সিনেমার কাজ শুরু করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সাবিলা নূর। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর কথা ছিল মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’-এ অভিনয় করবেন তিনি। তবে সিনেমাটি ক’দিন আগেই ছেড়ে দিয়েছেন তিনি। কারণ ‘রাক্ষস’র শুটিং হওয়ার কথা ছিল চলতি ডিসেম্বরেই। অন্যদিকে, একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিংও। সেখানেও অভিনয় করবেন সাবিলা। তানিম নূর পরিচালিত এ ছবিতে আরও থাকছেন- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। এ ছবির শিডিউলের কারণেই ‘রাক্ষস’ ছেড়েছেন সাবিলা। এদিকে, ১৩ই ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসছে ‘বনলতা এক্সপ্রেস’র। এদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির বিস্তারিত তুলে ধরা হবে। এদিকে, এ ছবিটি নিয়ে দীর্ঘ প্রস্তুতিও নিচ্ছেন সাবিলা। এটি হতে চলেছে তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাই দ্বিতীয় ছবিতে স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশাও তার কাছে বেশি থাকবে। বিষয়টি অভিনেত্রী নিজেও জানেন। আর এ কারণেই একই সময়ে দু’টি ছবি হাতে নিতে চাননি তিনি। এখন পূর্ণ মনোযোগ দিচ্ছেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়।
Design and developed by sylhetalltimenews.com