মুখ খুললেন শুভ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

মুখ খুললেন শুভ

Manual2 Ad Code

বর্তমান সময়ের জনপ্রিয়ন অভিনেতা আরিফিন শুভ। আজ ওটিটিতে তার অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এছাড়াও একটি দুর্ঘটনার ভিডিও ভাইরালের পর জানা গেছে তিনি নতুন একটি সিনেমার শুটিং করছেন। সে সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হন শুভ। কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময় শুভকে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। শোনা যাচ্ছিল, তিনি বেশ আহত হয়েছেন। এবার সেই দুর্ঘটনা প্রসঙ্গে নিজেই মুখ খুললেন অভিনেতা। এ বিষয়ে তিনি বলেন, আগুনে আমার পা অনেকটাই পুড়ে গিয়েছিল। তবে এখন আগের চেয়ে ভালো আছি। হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে। হয়তো আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নেটিজেনরা ‘মালিক’ সিনেমার শুটিং বলে দাবি করলেও শুভ এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত। এটি কোন সিনেমা বা অন্য কিছুর দৃশ্য, তা আপাতত রহস্য হিসেবেই থাকুক। তবে, কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসাটা একেবারেই অনুচিত। আমি সবাইকে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। শুভ যে সিনেমার শুটিং করছিলেন, তা নিয়ে চলছিল গোপনীয়তা। বিষয়টি নিয়ে শুভ বলেন, আমি তো শুধু সিনেমার শিল্পী। প্রযোজক নই। আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানই দেখছে। তবে যতটুকু জানি, এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি। আশা করি, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সব জানাবে।