ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে জীবনে একাধিক চড়াই-উতরাই পার করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের আত্মহত্যার ঘটনায় নামও জড়িয়েছিল তার। এর জেরে প্রায় মাস তিনেক হাজতবাসও হয় তার। জেল থেকে ছাড়া পেয়ে টেলিভিশনে কাজ পেলেও সিনেমায় সেভাবে আর দেখা যায়নি তাকে। এরইমধ্যে নিজের ব্র্যান্ড তৈরি করেন তিনি। চলতি বছর ৩৩-এ পা দিলেন রিয়া। এবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী। সম্প্রতি হুমা কুরেশির এক পডকাস্টে এসে নিজের এই মনোবাসনার কথা জানান রিয়া। ইতিমধ্যেই স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, নিজের ডিম্বাণু সংরক্ষণের দিকে একধাপ এগিয়েছেন। রিয়া আক্ষেপের সুরে বলেন, শরীরের যে ঘড়িটা দৌড়াচ্ছে সে বলছে- যাতে এখনই মা হয়ে যাই। কিন্তু ক্যারিয়ারের চিন্তায় পিছিয়ে যাচ্ছি। ব্যবসা বড় করতে হবে। সব দায়িত্বই রয়েছে। তবে বিয়ে না করেই যে মা হবেন- এমন কোনো পরিকল্পনা অবশ্য রিয়ার নেই। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, বিয়ে করার জন্য যেমন সঠিক বয়স হয় না। আবার বিয়ে করতে সে রকম মানুষও পেতে হয়। সেক্ষেত্রে খানিকটা দেরি হয়ে গেলে ডিম্বাণু সংরক্ষণ একটা বিকল্প হতেই পারে। আর সেই মতাদর্শেই বিশ্বাসী রিয়া।
Design and developed by sylhetalltimenews.com