নতুন বিতর্কে নেহা

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

নতুন বিতর্কে নেহা

Manual8 Ad Code

মাস কয়েক আগে বিদেশের মাটিতে কনসার্ট করতে গিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। এবার তার কণ্ঠে নতুন গান ‘ক্যান্ডি শপ’ মুক্তি পাওয়ার পর থেকেই নয়া বিতর্ক দানা বেঁধেছে। এই গানের কথা ও নেহার নাচের স্টেপকে কেউ বলছেন অশ্লীল, কেউ আবার বলছেন, দেশের সংস্কৃতি নষ্ট করার প্রচেষ্টা। সোশ্যাল মিডিয়ায়ও তার ওপর একের পর এক আক্রমণ চলেছে। নেহার এই গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। তার ভাই টনি কক্কর সুর করেছেন, যিনি মিউজিক ভিডিওতে রয়েছেন। এই গানে নাচের কিছু স্টেপের কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে নেহাকে। কেউ কেউ বলছেন, তিনি কোরিয়ানদের নকল করেছেন। কেউ কেউ আবার তার এমন স্টেপের জন্য লজ্জিত হওয়া উচিত বলে মনে করছেন। নেহার এমন রূপ দেখে অনেকেই প্রশ্ন করেছেন, নিজেকে কম বয়সী দেখানোর জন্য কি কোনো অস্ত্রোপচার করেছেন নেহা? অনেকের আবার দাবি, গানটিতে কোনো ভারতীয় বা কোরিয়ান অনুভূতিই নেই। নিজের মতো করে যা ইচ্ছা করেছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এই বিতর্কের কোনো প্রতিক্রিয়া জানাননি নেহা।