মৌসুমীকে কাছে পেয়ে আবেগাপ্লুত শাবনূর

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

মৌসুমীকে কাছে পেয়ে আবেগাপ্লুত শাবনূর

Manual3 Ad Code

বাংলাদেশের সিনেমার নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় দুই নায়িকা মৌসুমী-শাবনূর । তবে বর্তমানে দু’জন দুই দেশে বসবাস করছেন। মৌসুমী আছেন যুক্তরাষ্ট্রে, শাবনূর আছেন কানাডাতে। গত ১৭ ডিসেম্বর ছিলো শাবনূরের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে শাবনূর তার একমাত্র ছেলে আইজানকে নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছেন। সেখানে গিয়ে প্রথমত তিনি জন্মদিন উযদাপন করেন তারই সিনেমার আরেক নায়ক অমিত হাসান ও তার স্ত্রী লাবনীর সঙ্গে। তবে শাবনূরের কথা শুনে শাবনূরের সঙ্গে দেখা করতে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে যান প্রিয়দর্শিনী মৌসুমী।

Manual6 Ad Code

মৌসুমীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাবনূর। দু’জন মিলে একসঙ্গে অনেক সময় কাটান, গল্প আড্ডায় মেতে উঠেন মৌসুমী, শাবনূর, অমিত হাসান। যেন যুক্তরাষ্ট্রের মাটিতে এক টুকরো বাংলাদেশই মনে হচ্ছিলো তখন।মৌসুমী বলেন, ‘খুব খুব মিস করছিলাম শাবনূরকে। কিন্তু যখন শুনলাম সে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে এসেছে এবং তাও আবার জন্মদিন উপলক্ষ্যে তখন ছুটে গেলাম তার কাছে। দেখা হয়ে আসলেই যে কতোটা ভালোলেগেছে তা ভাষায় প্রকাশের নয়। কতো কতো স্মৃতি আমাদের সেসব গল্পই হচ্ছিলো বারবার।’

শাবনূর বলেন, ‘মৌসুমী আপুকে দেখে আমি এতো খুশী হয়েছি যে আমি ঠিক বুঝাতে পারবোনা। ভীষণ ভালো এবং স্মরনীয় সময় কাটলো আমার এবারের জন্মদিনে। আমার ভক্ত দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভালোবাসায় সিক্ত করার জন্য।’

Manual3 Ad Code