নয়া রূপে মিমি

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

নয়া রূপে মিমি

Manual8 Ad Code

অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় নয়া রূপে হাজির হচ্ছেন মিমি চক্রবর্তী। সেখানে তাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। এর আগেও একাধিক ছবি এবং সিরিজে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসতে হাসতে মিমি বলেন, নির্ঘাত আগের জন্মে আইনজীবী ছিলাম। ওই জন্য ঘুরেফিরে পর্দায় আইনজীবী চরিত্রে অভিনয় করি। ‘রক্তবীজ ২’ ছবিতে মিমি পুলিশ অফিসার সংযুক্তা। সেখানে থেকে ভৌতিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়। যারা তাকে সংযুক্তা চরিত্রের জন্য ভালোবাসা দিয়েছেন, আশা রাখছেন, তারাই ফের তাকে আইনজীবী নন্দিনী হিসেবেও গ্রহণ করবেন। সাক্ষাৎকারে তিনি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ অভিনয়ে রাজি হওয়ার কারণও জানালেন। তিনি বলেন, ভূতে বিশ্বাসী না অবিশ্বাসী, সেই প্রসঙ্গ আপাতত তোলা থাক। তবে শুভ শক্তির পাশে অশুভ শক্তিও যে রয়েছে সেটা বিশ্বাস করি। একইভাবে প্রিয় ভূতের গল্প, ভৌতিক ছায়াছবি। ছোটবেলায় দিদার কাছে অনেক গল্প শুনেছি। একটু বড় হওয়ার পরে ভূতের ছবিও দেখেছি। কখনো বাড়িতে বসে। কখনো প্রেক্ষাগৃহে। এমনও হয়েছে, ভূতের ছবি দেখার পর বন্ধুদের সঙ্গে ডরমেটরি ঘরে একসঙ্গে থেকেছি। তবে আমি ভূতকে ভয় পাই। যদিও এখনো অবধি নিজের চোখে কিছু দেখিনি। ভাগ্যিস দেখিনি। দেখতে চাইও না। তবে হ্যাঁ, শুটিং করতে গিয়ে বারদুয়েক যেন মনে হয়েছে, কোথাও তো কিছু আছে। বেশ ভয়ও পেয়েছিলাম। কয়েকটি দৃশ্য করতে গিয়ে গা শিউরে উঠেছিল। সে এক অন্যরকম অভিজ্ঞতা!