বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন মালতি

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন মালতি

Manual5 Ad Code

ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার। সম্প্রতি বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন তিনি। ‘বিগ বস ১৯’ মৌসুমের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পর এবার কাস্টিং কাউচের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে খবরের শিরোনামে তিনি। সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে তিনি জানান, দক্ষিণ ভারতের এক বড় প্রযোজক এবং বলিউডের এক প্রবীণ পরিচালক তাকে কুপ্রস্তাব দিয়েছেন, হেনস্তা করেছেন। একটি প্রজেক্ট শেষ হওয়ার পরও এক পরিচালক তাকে হেনস্তার চেষ্টা করেন। তিনি বলেন, আমি তাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। একদিন বিদায় নেয়ার সময় তাকে সৌজন্যবশত আলিঙ্গন করতে গেলে তিনি জোরপূর্বক আমার ঠোঁটে চুম্বন করার চেষ্টা করেন। আমি ভীষণ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ওই বয়সের একজন মানুষ এমনটা করতে পারেন, তা ভাবনার বাইরে ছিল। তিনি আরও বলেন, দক্ষিণ ভারতের এক নামি প্রযোজকের ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলাম একবার। অডিশন ও চিত্রনাট্য শোনার পর আমাকে হোটেল রুমে দেখা করতে বলা হয়। মালতি সেখানে না যাওয়ায় পরিচালক তাকে ফোন করে ইন্ডাস্ট্রির কাজের ধরন বোঝার ইঙ্গিত দেন। এরপর তিনি সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সবশেষে তিনি বলেন, পুরুষরা তাদের ক্ষমতা বা পদের অপব্যবহার করে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করবেই। কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন, তবে তাদের কাছে নতি স্বীকার করবেন না। আমিও করিনি। অনেক ক্ষেত্রে কাজ হারাতে হতে পারে, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেয়া উচিত নয়।