নিধির পালটা জবাব

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

নিধির পালটা জবাব

Manual6 Ad Code

কিছুদিন আগেই ভিড়ের মাঝে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন অভিনেত্রী নিধি আগরওয়াল। সম্প্রতি এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় ভক্তদের দল তাকে ঘিরে ধরেছিল। এমনকি তার পোশাক ধরে পর্যন্ত টানা হয়। তারকার প্রতি মুগ্ধতা থেকে তৈরি উত্তেজনা, নাকি হেনস্তা? এই ঘটনা নিয়ে এমন নানা প্রশ্ন ওঠে। অধিকাংশ মানুষই ঘটনার নিন্দা করেছেন। কিন্তু তেলেগু অভিনেতা শিবাজী অভিনেত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। শিবাজী সমস্ত দোষ দিয়েছিলেন নিধির পোশাককে। পোশাকই নাকি এই ধরনের পরিস্থিতিকে উস্কানি দিয়ে থাকে। এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছেন শিবাজী। এবার তেলেগু অভিনেতাকে পাল্টা জবাব দিলেন নিধি। গত ১৭ই ডিসেম্বর হায়দরাবাদে নিজের আসন্ন ছবি ‘রাজা সাব’র গান মুক্তির অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই এমন ঘটনা ঘটে। এতদিন এই বিষয়ে নীরব ছিলেন তিনি। অবশেষে এই ঘটনায় নিধি বলেন, যাকে হেনস্তা করা হলো তাকেই দোষারোপ করাকে ‘ম্যানিপুলেশন’ বলা হয়। সেই দিনের অনুষ্ঠান থেকে নিজের একটি ছবিও জুড়ে দেন তিনি। তবে শিবাজীকে সরাসরি কিছু বলেননি তিনি।