সৈকতে টপলেস মডেল হাইদি ক্লুম

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

সৈকতে টপলেস মডেল হাইদি ক্লুম

Manual8 Ad Code

মডেলিং আইকন হাইদি ক্লুম (৫২) যেন ছুটি কাটাতে ক্যারিবিয়ান দ্বীপে নিয়ে এসেছেন উষ্ণতার জোয়ার। ৫২ বছর বয়সী এই সুপারমডেল ও তার ৩৬ বছর বয়সী স্বামী টম কাউলিটজ বরফে ঢাকা নিউইয়র্ক ছেড়ে ‘পালিয়েছেন’ সেন্ট বার্টস দ্বীপে। সেখানে সূর্য উজ্জ্বল এবং তাপমাত্রা ৮০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। তাই স্বাভাবিকভাবেই ক্লুম সেখানে ভারী শীতের পোশাকের বদলে বেছে নিয়েছেন আরও আরামদায়ক সাজ। ক্রিসমাসের পরদিন সমুদ্রতটে স্বামীর সঙ্গে সময় কাটানোর সময় ‘প্রজেক্ট রানওয়ে’ উপস্থাপক ক্লুমকে দেখা যায় টপলেস অবস্থায় খেলাধুলা ও হাঁটাহাঁটি করতে।

Manual3 Ad Code

তার টপলেস অনেক ছবি সহ এ খবর প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল। হাতে বিয়ার ও মুখে হাসি- রোদে সাগরের ভেতরে-বাইরে সময় কাটিয়ে যেন দারুণ উপভোগ করছিলেন তিনি। তাকে দেখা যায় স্বামীর হাত ধরে সমুদ্রতট ঘুরতে এবং ঢেউয়ের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করতে। সমুদ্রসৈকতে ক্লুম ছিলেন প্রায় সম্পূর্ণ হালকা পোশাকে। তিনি শুরুতে পরেছিলেন স্ট্রিং বিকিনি। তবে বুক ঠিকমতো রোদে পোড়াতে উপরের অংশ খুলে ফেলেন। তার গায়ে তখন ছিল শুধু থং বিকিনি বটম, একটি সাদা ক্যাপ, সানগ্লাস ও মোটা সোনালি দুল। কাউলিটজ পরেছিলেন হালকা গোলাপি সাঁতারের শর্টস ও ধূসর রঙের ক্যাপ। পরে তাদের সঙ্গে কয়েকজন বন্ধু যোগ দেন।

বিয়ারের আড্ডায় ছিলেন ক্লুমের দীর্ঘদিনের বন্ধু ও আলোকচিত্রী অঁতোয়ান ভার্গলাসও। ‘প্রজেক্ট রানওয়ে’ তারকা ও টোকিও হোটেল ব্যান্ডের গিটারিস্ট কাউলিটজের প্রেম প্রথম আলোচনায় আসে ২০১৮ সালের মার্চে, যখন এক লরেন শোয়ার্টজ লঞ্চ পার্টি থেকে বেরিয়ে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা যায় তাদের। সম্পর্ক দ্রুত গভীর হয়। একই বছরের ডিসেম্বরে কাউলিটজ প্রস্তাব দেন। এর মাত্র সাত মাস পর তারা ব্যক্তিগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ২০১৯ সালের আগস্টে ইতালির ক্যাপ্রিতে বড় আয়োজনের মাধ্যমে উদ্যাপন করেন। বিয়ের পর কাউলিটজ সৎসন্তানের দায়িত্ব নেন। ক্লুমের সন্তানদের সঙ্গে বড় হতে থাকেন তারা। ক্লুমের প্রথম কন্যা লেনি সাবেক প্রেমিক ফ্লাভিও ব্রিয়াতোরের সন্তান। আর ছেলেরা হেনরি (২০), জোহান (১৯) ও লু (১৬) সাবেক স্বামী গায়ক সিলের সঙ্গে সম্পর্কে জন্ম হয়। তার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত।

Manual7 Ad Code

বিয়ের পর সিল তার কন্যা লেনিকেও দত্তক নেন, তখন লেনির বয়স ছিল পাঁচ। এদিকে ক্লুমের এই টপলেস সমুদ্রসৈকত ভ্রমণ আসে সেই ঘটনার দুই বছর পর, যখন তিনি বলেছিলেন, টপলেস বা প্রায় নগ্ন ছবি শেয়ার করা নিয়ে তার কোনো আফসোস নেই। তিনি জানান, তার এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে একধরনের ‘কৌশল’। ২০২৩ সালে পিপল ম্যাগাজিনকে তিনি বলেন, আজ আমি নিজের শরীর নিয়ে খুব স্বচ্ছন্দ। যেই কেউ আসে সঙ্গে সঙ্গে আমি টপ পরে নিই। কিন্তু কেউ না থাকলে রোদ ওঠে, আমিও স্বস্তিতে থাকি। তিনি বলেন, তিনি ট্যান লাইনের দাগ পছন্দ করেন না, কারণ বিভিন্ন ধরনের পোশাক পরতে হয়। তাই ইচ্ছাকৃতভাবেই তিনি এমনভাবে রোদে থাকেন।

Manual7 Ad Code