গুঞ্জন উড়িয়ে দিল শাকিবের ‘প্রিন্স’ টিম

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

গুঞ্জন উড়িয়ে দিল শাকিবের ‘প্রিন্স’ টিম

Manual1 Ad Code

মেগাস্টার শাকিব খানের আগামী ঈদের সিনেমা ‘প্রিন্স’। সিনেমাটি নিয়ে সদ্যই উঠেছে কয়েকটি গুঞ্জন। আর এই গুঞ্জন যখন চড়াও হয়ে উঠেছে, ঠিক তখনই মুখ খুলল নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।শাকিবের বিপরীতে দুই নায়িকার থাকার কথা। একজন তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা নিয়ে চলছিল নানা জল্পনা। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আবার শোনা যাচ্ছে, বর্তমান পরিস্থিতির কারণে কলকাতার কোনো নায়িকার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে এই প্রজেক্টে যুক্ত করা হতে পারে। আবার ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং ছবিটির মুক্তি অনিশ্চিত— এমন খবরেও উত্তাল সোশ্যাল মিডিয়া।

Manual2 Ad Code

এমন সময়ে সব জল্পনায় জল ঢেলে দিল প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এক বিবৃতিতে তারা বলছেন, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন ছড়িয়েছে; যা আদতে গুজব ছাড়া কিছুই নয়। ‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি ‘প্রিন্স’ টিম শুটিংয়ে যাচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্টলুক, পোস্টার প্রকাশ করা হবে। এছাড়া  এই বার্তাটি সামাজিক মাধ্যমে নির্মাতা আবু হায়াত মাহমুদও শেয়ার করেন।

Manual4 Ad Code