নেটিজেনদের মধ্যে প্রশ্ন

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

নেটিজেনদের মধ্যে প্রশ্ন

Manual2 Ad Code

প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিয়েছিলেন জয় ভানুশালী ও মাহি ভিজ। একটা যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন তারা। তবে এই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই গতকাল সকালে একসঙ্গে একটি সেলফি পোস্ট করে সবাইকে চমকে দিলেন এই তারকা দম্পতি।

Manual8 Ad Code

ছবিতে দেখা যায়, জয় ও মাহি দুজনেই কালো মাস্কে মুখ ঢেকে একে অপরের পাশে দাঁড়িয়ে আছেন। ফলে এই সেলফি মুহূর্ত নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগিয়েছে যে বিচ্ছেদের ঘোষণা কি সত্যিই চূড়ান্ত, নাকি কেবল নাটকীয়তা? ছবিটি পোস্ট করে ক্যাপশনে মাহি ক্ষোভ ঝেড়েছেন। তিনি লিখেছেন, আমাদের সম্পর্কটা ঠিক এমনই। শুধু লাইক আর কমেন্টের আশায় আমাদের নিয়ে যা খুশি রটানো হচ্ছে। মানুষ যে কী করতে পারে! তার ভাষায়, যদিও তাদের দাম্পত্যের ইতি ঘটেছে, সন্তানদের লালন-পালন এবং নিজেদের বন্ধুত্ব অটুট থাকবে। বিচ্ছেদের মানে একে অপরের মুখ দেখা বন্ধ নয়; পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য এটাই নিশ্চিত করেছেন মাহি।

Manual8 Ad Code