ছাতকে ব্রিজ থেকে পড়ে মটোরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

ছাতকে ব্রিজ থেকে পড়ে মটোরসাইকেল চালকের মৃত্যু

সিলেট অলটাইম নিউজ :ছাতকে  নোয়ারাই  ইউনিয়নের মৌলা কাঠের  ব্রিজ  থেকে  নীচে পড়ে  মোটরসাইকেল আরোহী জয়নাল মিয়ার (৪০) মৃ*ত্যু  হয়েছে। তিনি দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের  রইছ আলীর ছেলে।
শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নরসিংপুর -ছাতক সড়কের জুড়াপানি-মৌলা এলাকায়  কাঠের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কাজে দুই ভাই একসাথে  মোটরসাইকেল  যোগে নিজ  বাড়ি থেকে  বড়ভাই  জয়নাল মিয়া ও ছোটভাই আয়নাল মিয়া ছাতকের দিকে যাচ্ছিলেন।   রাস্থার মধ্যে জুড়াপানি-মৌলা এলাকার কাঠের  ব্রিজ থেকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে ।
এ সময় মোটরসাইকেলের পেছনে বসা জয়নাল মিয়া গুরুতর আহত হন। আহত জয়নাল মিয়াকে  ছাতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেছেন। এ দুর্ঘটনায়  আয়নাল মিয়াও গুরুতর আহত হয়েছেন।