নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

Manual8 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর)) বিকেলে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Manual8 Ad Code

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে স্থানীয় বাজারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual6 Ad Code