ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার সদরের থানা সংলগ্ন মধ্য তাহিরপুর (খলাহাটি) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম অপু মুখার্জী। তিনি মধ্য তাহিরপুর (খলাহাটি) এলাকার অজয় মুখার্জীর ছেলে।
অপু মুখার্জী উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, রোববার দুপুরে তাকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে।
Design and developed by sylhetalltimenews.com