ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ জাকারিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়। সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
শনিবার (৮ নভেম্বর) রাতে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় এসআই রফিজুল মিয়ার নেতৃত্বে এএসআই আলী আকবর বাবুল ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গিরিশনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে ভারতীয় ৪৫ বোতল অফিসার্স চয়েস এবং ২৭ বোতল এসি ব্ল্যাক মদ উদ্ধার করে মাদক কারবারি জাকারিয়াকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক বহন ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, “মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।”
Design and developed by sylhetalltimenews.com