ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫
সিলেট মহানগরে আজ রবিবার রাত ৯টার পর সব বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে খাবার হোটেল, রেস্তোরাঁ এবং ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সোমবার (১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় জানানো হয়—মহানগরের সব হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে।
এ ছাড়া শহরের যানজট নিরসনে সব মার্কেট ও শপিং মলের জন্য নিজস্ব পার্কিং ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে রূপান্তর করা হয়েছে—সেগুলো সরিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
এর আগে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে একই ধরনের নির্দেশনা কয়েক দফায় বাস্তবায়নের চেষ্টা হলেও তা টিকেনি। তবে এবারের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে এসএমপি।
Design and developed by sylhetalltimenews.com