ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
সিলেট নগরীর মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারে পুলিশের বিশেষ অভিযানে শটগানের মোট ২৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) শিপলু চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত বার্তায় জানানো হয়, অভিযানে গার্ডেন টাওয়ারের ৮ম তলা, ফ্ল্যাট নং ৪০/৮১ থেকে ১৬ রাউন্ড শটগানের লীডবল কার্তুজ এবং ১০ রাউন্ড রাবার কার্তুজ, সর্বমোট ২৬ রাউন্ড শটগানের কার্তুজ জব্দ করা হয়। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ হালুয়াঘাটের বেতকুঁড়ির (বর্তমান ঠিকানা: শাহজালাল উপশহর, ব্লক-বি, রোড-২২, বাসা-২৭, শাহপরান (রহঃ), সিলেট।) মোঃ আব্দুল বারেকের পুত্র মোঃ এনামুল হক (৩৫), এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুরের (বর্তমান ঠিকানা: মেন্দিবাগ পয়েন্ট, গার্ডেন টাওয়ার, ৮ম তলা, ফ্ল্যাট নং ৪০/৮১, কোতোয়ালী, সিলেট।) মৃত আমান উল্লাহর পুত্র বোরহান উদ্দিন (৩৫)।
ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিয়ম অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com